কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমনি


মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস কারাবাসের পর বুধবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়ে আসেন এই চিত্রনায়িকা। বের হওয়ার পর কারাফটক অতিক্রমকালে পরীমনি প্রাইভেট কারের সানরুফ দিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের ও ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তার মাথায় সাদা ওড়না পেঁচানো ছিল।

গত ৪ অগাস্ট ঢাকার বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।

তিন দফায় সাত দিনের রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট তাকে আদালতে হাজির করা হলে বিচারক কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার ঢাকার এক আদালত তার জামিনের আদেশ দেন। জামিনের খবর পেয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে উৎসুক জনতা ও সাংবাদিকরা ভিড় করেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে এদিন সকাল সোয়া ৮টার দিকে তার আইনজীবী ণীলঞ্জনা রিফাত সুরভী ও খালু মো. জসিমউদ্দিনসহ কয়েকজন স্বজন কারাফটকে আসেন।

ণীলঞ্জনা  সাংবাদিকদের বলেন, পরীমনি বের হওয়ার সময় সাক্ষাৎকার দেবেন না। ঢাকায় ফেরার পর বিশ্রাম নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *