কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৫০ শিক্ষার্থী অনুপস্থিত


ডেস্ক রিপোর্ট :: উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রথম দিন সোমবার কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৫১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ফেনী জেলার একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া জানান, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাভুক্ত ৬টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৫ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষার প্রথমদিনে বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় ৮৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বোর্ডের অধীন ফেনী জয়নাল হাজারী কলেজের এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।