কোটি টাকা বেতন, খাবার চুরির অভিযোগে চাকরি হারালেন ভারতীয়


বছরে বেতন পান প্রায় ৯ কোটি ২০ লাখ টাকা। তবে অপবাদ এলো ক্যান্টিন থেকে খাবার চুরির। সেই অপবাদেই তাকে চাকরি হারাতে হলো।

ঘটনাটি ঘটেছে লন্ডনে। ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে পারস শাহ নামে ওই ভারতীয় নাগরিক উচ্চপদে কাজ করতেন সিটি ব্যাংকে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটি ব্যাংকের ইউয়োপীয় হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন পারস শাহ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটি ব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের উচ্চপদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়।

তার এক সহকর্মীর ভাষায়, সকলেই তাকে পছন্দ করতেন। কাজের জগতে তিনি খুব সফলও। এইচএসবিসিতে কাজ করেছেন সাত বছর। তারপর ২০১৭ সালে যোগ দেন সিটিগ্রুপে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অচিরেই তার বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি পারস।