কোভিড-১৯ টিকা না নেওয়া রোগীর মৃত্যুর হার ১১ গুণ বেশি: সিডিসি গবেষণা


গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে যে, ডেল্টা ভারিয়ান্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরেও আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমাতে কোভিড-১৯ টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

গত এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ টি রাজ্যে ৬০০,০০০ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের উপর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর গবেষণায় জানা যায়, ডেল্টা ভারিয়ান্ট উর্ধ্বমুখী হওয়ার কারণে যারা টিকা নেইনি তাদের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার হার টিকা গ্রহণকারীদের চেয়ে ৪.৩ গুণ বেশি, হাসপাতালে ভর্তি হওয়ার হার ১০ গুণ বেশি এবং মৃত্যুর হার ১১ গুণ বেশি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *