যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের কেন্ট কাউন্টিতে প্রথমবারের মতো একজন ব্যক্তির দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) এর নতুন ধরন ‘ওমিক্রন’ সনাক্ত করা হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছে।
পাশাপাশি তারা নতুন এই ধরন সামনের মাসগুলিতে ভাইরাস আক্রান্তদের মধ্যে অসুস্থতা এবং মৃত্যুর হার বাড়াতে পারে এমন সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানিয়েছে, কেন্ট কাউন্টির ওমিক্রনে আক্রান্ত ঐ ব্যক্তির সম্পূর্ণ টিকা দেওয়া ছিল কিন্তু বুস্টার ডোজ এখনো নেননি। গত ৩ ডিসেম্বর তার দেহে প্রাথমিকভাবে ভাইরাসের পজিটিভ ফলাফল ধরা পড়ে।
এরপর পরীক্ষার নমুনা জেনেটিক সিকোয়েন্সিং করার পর যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এটিকে ওমিক্রন হিসাবে চিহ্নিত করে।
ওমিক্রন ধরন (ভেরিয়েন্ট) কি?
করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরনের নাম ওমিক্রন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এ ধরনটির বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯।
২৬ নভেম্বর এর নাম ‘ওমিক্রন’ দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এ ধরনটি করোনাভাইরাসের অন্যান্য ধরন থেকে সবচেয়ে বেশি সংক্রামক এবং বিস্তারকারী হতে পারে।
এ ধরনটি বারবার জিনগত রূপ বদল করতে পারে এবং আগেও করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের পুনরায় এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।