ক্রীড়া ডেস্ক :: এবারের বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজা সেরা অধিনায়ক। এমনটি জানিয়েছেন, পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ২০১৫ সালের বিশ্বকাপে মাশরাফীর নেতৃত্বে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে অনেক স্মরণীয় জয়।
পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে শোয়েব আখতার এসব কথা বলেন।
শোয়েব আখতারের মতে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের চেয়েও এগিয়ে আছেন মাশরাফী। বিশ্বকাপের সব স্কোয়াড নিয়ে আলোচনার এক পর্যায়ে মাশরাফিকে এবারের আসরের সেরা অধিনায়কের তকমা দিয়েছেন শোয়েব আখতার।
এমনিতে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের বাকি দলগুলোর অধিনায়কদের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে মাশরাফী। ২০০৩ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। বাকিদের কেউই ২০০৭ সালের বিশ্বকাপও খেলেননি। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কেউই এবার নেতৃত্বে নেই।
শুধু অভিজ্ঞতাই নয় নেতৃত্বের বিচারেও এগিয়ে মাশরাফী। তার মতো দলে প্রভাব বিস্তার করতে পারা অধিনায়ক খুব কমই আছে। তার অসাধারণ নেতৃত্বে পুরো দল এক সুতোয় গেঁথে যায় অনায়াসে। মাঠে টাইগারদের বুক ফুলিয়ে লড়াই করার সাহস যোগানোর জন্য তার মতো নেতার বিকল্প নেই।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছাড়াও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার এবং সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ।