মধ্য রমজানে মুসলিমরা যখন রোজা রাখছেন তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সবার মধ্যে ভয়ের জন্ম দিয়েছে। ১১ ই মে শনিবার সন্ধ্যায় ক্যান্টন মসজিদের ভেতরে মহিলা বেশে বোরকা পরিহিত ছদ্মবেশধারী একজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
মসজিদের ভেতরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় যে বোরকা পরিহিত ব্যক্তিটি একজন পুরুষ। নেকাব, হিজাব ও বোরকা দ্বারা লোকটির সমস্ত মুখমন্ডল ঢাকা ছিল। ছদ্মবেশধারী ব্যক্তিটি রাত ২০ টা ২০ মিনিটে মসজিদের মহিলা প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং ১০ থেকে ১৫ মিনিট উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় যার দৃশ্য সিসি টিভি ফুটেজে ধরা পড়ে। মসজিদের আর্মড সিকিউরিটি বোরকাধারীর আচরণে সন্দেহ প্রকাশ করে তার কাছে গেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ক্যান্টন পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক পরিস্থিতি উল্লেখ করে মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।