আন্তর্জাতিক ডেস্ক :: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুক হামলা চালিয়ে ৫০ জন মুসলিম হত্যার ঘটনায় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্টের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।
পঞ্চাশ জনকে হত্যা ও ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে হামলাকারীর বিরুদ্ধে নিউজিল্যান্ড পুলিশ বৃহস্পতিবার মামলা দায়ের করে বলে জানিয়েছে বিবিসি।
নিউজিল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানায়, ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নুর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জনকে হত্যা ও আরো ৩৯ জনকে হত্যার চেষ্টার অভিযোগে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্টের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট আরো কিছু অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আনার কথা বিবেচনা করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার অভিযোগে ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রয়েছেন ২৮ বছর বয়সী স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেনটন ট্যারান্ট।
গ্রেফতারের পর প্রথমে তার বিরুদ্ধে একজনকে হত্যার অভিযোগ আনা হলেও পরে এর সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছিল নিউজিল্যান্ড পুলিশ। সেই অনুযায়ী তার বিরুদ্ধে মসজিদে হামলায় সব নিহত ও আহতদের অভিযোগ আনা হয়েছে ব্রেন্টনের বিরুদ্ধে।
একজনকে হত্যার অভিযোগ ওঠার পর ব্রেন্টনের জামিনের সম্ভাবনা থাকলেও এবার তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে কোনো প্রকার জামিন ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আরো প্রবল হলো।