ক্ষতিকারক বিকিরণ: মামলা খেল অ্যাপেল-স্যামসাং


অ্যাপেল-স্যামসাং স্মার্টফোন থেকে ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে। এ কারণে এবার মামলা হলো আদালতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাকারীর অভিযোগ- আইফোন ৭ প্লাস, আইফোন ৮, এবং আইফোন এক্স ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস ৮, স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ফোনগুলো থেকে ক্ষতিকর বিকিরণ ছাড়াচ্ছে।

যে কোনো স্মার্টফোনের ক্ষতিকারক বিকিরণ মাপার জন্য স্পেসিফিক আবসর্পশন রেট (এসএআর) মাপা হয়। মানবদেহ মোবাইল ফোন থেকে নির্গত বিকিরণ কতটা শোষণ করতে পারে তা পরিমাপ করা হয় এসএআর ভ্যালু থেকে।

এফসিসি জানিয়েছেন, ‘অনেকেই মনে করেন কম এসএআর ভ্যালুর স্মার্টফোন ব্যবহার করলে ক্ষতি কম হয়। এছাড়াও বেশি এসএআর ভ্যালুর ফোন ব্যবহারের থেকে কম এসএআর ভ্যালুর ফোন ব্যবহারে নিজেদের সুরক্ষিত মনে করেন অনেকেই।’

এফসিসির তথ্য অনুযায়ী- প্রতি কিলোগ্রামে ১.৬ ওয়াট পর্যন্ত বিকিরণ মানবদেহের জন্য সুরক্ষিত। অ্যাপেল জানিয়েছেন, আইফোন ৭ সহ সব আইফোন মডেল এফসিসি সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও যত দেশে আইফোন বিক্রি হয় সব দেশের নির্দিষ্ট সার্টিফিকেশন পাস করেছে কোম্পানির সব স্মার্টফোন।’

এই মামলার প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি স্যামসাং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *