ডেস্ক রিপোর্ট :: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে রাজি হয়েছেন।
সোমবার যে কোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হতে পারে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়াবিএসএমএমইউতে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। আমাদের সব ধরনের প্রস্তুতিই আছে। কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন।
জেলার আরো বলেন, আমরা তাকে এদিন এসএমএমইউয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারা অধিদফতরের এই সিদ্ধান্ত উনাকে জানানো হয়েছে। বিএসএমএমইউ নেয়ার পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভর্তির বিষয়টি ঠিক করা হবে।
উল্লেখ্য, গেল বছরের ৮ এপ্রিল থেকে খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।