খালেদার মুক্তিতে আন্দোলনের কথা বলেছেন আইনজীবীরা : দুদু


বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। অবৈধভাবে বিচার করছে। এটাকে তো আমি বিচারই মনে করি না। আমাদের সিনিয়র আইনজীবীরা বলেছেন, আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে, রাজপথে আন্দোলনের মাধ্যমে করতে হবে।’

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘৭ নভেম্বর সম্পর্কে অনেক কিছু বলার আছে। ৭ নভেম্বর সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা করতে না পারি, বুঝতে না পারি তাহলে আজকে বিরোধী দলের যে করুণ অবস্থা, গণতন্ত্রের আন্দোলনের পরেও সফলতা আসছে না, সেটা শুধু ৭ নভেম্বরের আদর্শ গৌরবের ব্যাখ্যা না বোঝার কারণে।’

‘গণতন্ত্রের পক্ষে হচ্ছে ৭ নভেম্বর আর স্বৈরতন্ত্রের পক্ষে হচ্ছে ৩ নভেম্বর। এই জিনিসগুলা যতদিন আমরা ধরতে না পারব ততদিন পথ খুঁজে পাওয়া মুশকিল হবে।’

তিনি বলেন, ‘অনেকেই ৭ নভেম্বরের বিরোধিতা করেন। যারা দেশের সব সংবাদপত্র বন্ধ করাকে জায়েজ মনে করে, তারা ৭ নভেম্বরকে খারাপ চোখে দেখতে পারে। যারা বিরোধী দলের ৪০ হাজার নেতাকর্মীকে রক্ষীবাহিনী দ্বারা হত্যা করেছিল, তারা ৭ নভেম্বরকে খারাপ চোখে দেখতে পারে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তৃতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *