গণধর্ষনের পর হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড


হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে গণধর্ষনের পর হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদান্ড প্রদান করেছে আদালত।

সোমবার বিকেলে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হালিম উল্ল্যা চৌধুরী এ রায় প্রদান করেন। সেই সাথে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের রাজু মিয়া, আব্দুল মন্নাফ, সাইদুল ইসলাম ও বাবুল মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০২ সালের ২০ আগষ্ট দন্ডপ্রাপ্তরা জেলার নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের আরব আলীর কন্যা ফাতেহা বেগম (২৫)কে ধরে নিয়ে রাতভর গণধর্ষণের পর হত্যা করে লাশ বরাক নদীতে ফেলে দেয়।

খবর পেয়ে পরদিন পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার পর নিহতের বড় বোন রওশন আরা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *