মিশিগানে বাড়ানো হলো বেকারত্ব ভাতা: সপ্তাহে ৬০০ ডলার পাবেন ক্ষতিগ্রস্থরা


করোনাভাইরাস মহামারীকে কেন্দ্র করে আজ আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন গভর্নর গ্রেচেন হুইটমার। এই বিলে করোনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্থ শ্রমিকরা বেকারত্ব সুবিধা পাবেন। সূত্র ফক্স নিউজ। 

আদেশ অনুযায়ী চার মাসের জন্য সমস্ত বেকার কর্মীদের সাপ্তাহিক ভাতা বৃদ্ধি করে ৬০০ ডলার করা হয়েছে এবং এই সুবিধা আগামী ৪ মাস পর্যন্ত অর্থাৎ ২৬ থেকে ৩৯ সপ্তাহ পর্যন্ত বর্ধিত।

সোমবার গ্র্যাচেন হুইটার বেকারত্ব সহায়তা ও করোনাভাইরাসে ক্ষতিপূরণ কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। 

এই আদেশটি এমন শ্রমিকদের ভাতা সুবিধা দেয় যারা ইতিমধ্যে বেকারত্বের সহায়তার জন্য যোগ্য নয়, যারা স্ব-কর্মসংস্থানযুক্ত, ১০৮৯-স্বতন্ত্র ঠিকাদার, গিগ এবং স্বল্প বেতনের শ্রমিক –যারা মহামারীর কারণে কাজ করতে পারছেন না।

গভর্নর সংবাদমাধ্যমে বলেন, বেকারত্বের সুবিধা মিশিগান শ্রমজীবী ​​পরিবারগুলির জন্য কিছুটা সুরক্ষার ব্যবস্থা করবে যারা মহামারীজনিত কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *