গাজা এখন পাকিং ভায়োলেশনের মত লঘু অপরাধ

banglashangbad

নিউইয়র্ক অঙ্গরাজ্যে গাঁজা এখন আর অপরাধ নয়। এখন থেকে তা পার্কিং ভায়োলেশনের মতো একটি বিষয়। এক আউন্স পর্যন্ত গাঁজার জন্য ৫০ ডলার জরিমানা গুনতে হবে। আর এক থেকে দুই আউন্সের জন্য ২০০ ডলারের টিকিট ইস্যু হতে পারে। কিন্তু কোনো গ্রেপ্তার নয়; না কোনো অপরাধের রেকর্ড।

এখন থেকে জনসমক্ষে গাঁজা সেবন ও বহনকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। তার জন্য কোনো অপরাধমূলক জরিমানাও হবে না। নিউইয়র্কের তরুণদের অতীত রেকর্ড থেকেও গাঁজার অপরাধ মুছে ফেলা হবে। বিলটির অন্যতম প্রবক্তা গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত এ আইনের কারণে অপরাধ আইনের পক্ষপাতদুষ্ট ও দমনমূলক প্রয়োগের যে অভিযোগ, তার অবসান হবে।’