রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। দুই নারীকে দেখে বেল বাজালেও তারা সরেননি। পাশ কাটিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে সামান্য ধাক্কা লাগে। এতেই ওই ব্যক্তিকে বেধড়ক পেটায় বলে ওই দুই নারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালেই হাসপাতালে মারা যান ওই ব্যক্তি। এর আগে গত ১ ফেব্রুয়ারি ভারতের বিরাটির উত্তর সপ্তগ্রাম এলাকায় পেটানোর ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির মৃত্যুর পরে এলাকায় শুরু হয় তুমুল বিক্ষোভ।
স্থানীয়রা বলছেন, ১ ফেব্রুয়ারি ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ মাঝি নামে এক ব্যক্তি। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুই নারী। বারবার বেল বাজালেও রাস্তা থেকে সরেননি তারা। পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইকেলের একটা অংশ ওই নারীদের গায়ে লাগে।
স্থানীয়দের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে বিকাশকে টেনেহিঁচড়ে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন অভিযুক্ত সুমিতা সিংহ, দিপালী দাস ও তার স্বামী সুজয় দাস। মারধরে বিকাশ অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। আজ কলকাতার এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
অভিযুক্তরা পালিয়ে গেলেও এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে নিমতা থানা পুলিশ।