পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের বোলিংয়ে আসা নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। একজন তো টুইট করে বসেছেন, ‘সবচেয়ে বাজে ও স্বার্থপর অধিনায়ক গুলবাদিন।’
তবে শেষ ওভারে আসার ব্যাখ্যা দিয়েছেন আফগান অধিনায়ক। পেসার হামিদ থাকলে হয়তো বোলিংয়ে আসতেন না তিনি!
আফগান অধিনায়ক জানিয়েছেন, ইনজুরির কারণে ম্যাচের বাকি সময়টুকু সে খেলতে পারেনি। শেষ পর্যন্ত থাকলে তা হয়তো পাকিস্তানের জন্য সহজসাধ্য কাজ হতো না, ‘হামিদ থাকলে আমি হয়তো তিন থেকে চার ওভারের বেশি করতাম না। সেই আমাদের মূল বোলার। কারণ এমন সারফেসের জন্য যে গতি দরকার আমার সে মাত্রায় গতি নেই। কিন্তু দুর্ভাগ্য সে ফিট ছিল না। আমার মনে হয় এটাই টার্নিং পয়েন্ট।’
তাই শেষ ওভারে নিজে বোলিংয়ে আসার ব্যাখ্যায় তিনি বলেছেন , ‘আমরা মনে করেছিলাম ওরা সব বোলারকে হয়তো লক্ষ্যবস্তু করছে না।’
দলে বিতর্কিতভাবেই অধিনায়ক হয়ে আসা গুলবাদিনের।
সেই আফগান অধিনায়ক আরও বলেছেন, ‘প্রতিটি দলেরই আলাদা পরিকল্পনা থাকে। আমার মনে হয়েছে ৪৬তম ওভারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। যে ওভারে আমি ১৮ রান দিয়েছি, সেটা মোটেও ভালো ছিল না।’
তার পরেও ৩ উইকেটে ম্যাচ জেতার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিলেন আফগান অধিনায়ক, ‘আসলে চাপটা ওদের ওপর ছিল। তারপরেও কৃতিত্বটা ওদের। ওরা যেভাবে খেলেছে আর যেভাবে শেষটা করেছে।’
গুলবাদিনের বোলিংয়ে আসা নিয়ে খোদ সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও বিরক্তি প্রকাশ করেছেন টুইটারে, ‘গুলবাদিন… কী হচ্ছে…’