গৌরবের এক বছর পূর্তি ও ২য় বর্ষে পদার্পন উপলক্ষে উত্তর সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদের ১ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের ৩য় তলায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূতি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম.এ হান্নান। কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।
সিলকো সংবাদের সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলামের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতুন সময়ের সিলেট ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান, সাংবাদিক শেখ মোর্শেদ, আনন্দ টিভির সিলেট ব্যুরো প্রধান টুনু তালুকদার, সুরমা ভিউ ২৪ ডটকমের সম্পাদক এমদাদুল হক সোহাগ, পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সফাত উল্লাহ, দৈনিক আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার আহমেদ শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কবি ও ছড়াকার আব্দুল মালেক জাগরণী, সিলেট জেলা যুবলীগ নেতা এম. সোহেল আহমদ, কামরান হোসাইন, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক আহমেদ শাহীন, বিডি সিলেট নিউজ ডটকমের সম্পাদক মাহমুদ হোসেন খান, সামাজিক সংগঠন বিসর্জন পরিবারের সভাপতি ও কোম্পানীগঞ্জ ক্রিকেট কাউন্সিল আয়োজক কমিটির সদস্য জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ যুবলীগ নেতা এখলাছ আলী, ব্যবসায়ী নজরুল ইসলাম, লায়েক আহমদ, অপরাধ তথ্য চিত্রের কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমরান আহমদ, সাইফুল ইসলাম মামুন, ইশতিয়াক শাহরিয়ার স্নিগ্ধ প্রমুখ।