চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে এক আয়কর কর্মকর্তাকে ঘুষের ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই কর্মকর্তা হলেন, কর অঞ্চল-২ এর আওতাধীন সার্কেল ৩১ এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর মো. রেজাউল করিম।
বিষয়টি জানিয়েছেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক নুরুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে ঘুষের টাকাসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। ঘুষবাবদ এক ব্যক্তির কাছ থেকে নেয়া ২০ হাজার টাকাও তার কাছে পাওয়া যায়।