চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী ‘এমভি ইজুমু’ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন বন্দরের নিজস্ব ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে বাঁধা জাহাজটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক।
তিনি বলেন, বন্দর জেটিতে থাকা একটি জাহাজ থেকে ধোঁয়া উড়ছে। খবর পেয়ে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ও টাগবোট কাজ শুরু করেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কয়েকটি গাড়িও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
পরে বন্দর সূত্র জানায়, বন্দরের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজটিকে বহিঃনোঙ্গরে পাঠিয়ে দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালানো হচ্ছে।