চা শ্রমিকদের মধ্যে ভাই-বাডিস্ অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ


‘ভাই-বাডিস্ সোস্যাল অর্গানাইজেশন’র উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বুরজার চা কারখানা মাঠে বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

শীতার্ত চা শ্রমিকরা শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বুরজান টি এস্টেটের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, জেষ্ঠ্য সহকারী ব্যবস্থাপক অচিন্তিয়া অমিত, সমাজসেবী ও সংগঠক মুক্তাদির হোসেন তাপাদার।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবাবুল হক মাহী, শাওন মাজিদ, একরাম তানজিল, সৈয়দ আরিফুল, মাজেদ আলম, তাহা, তারেক, হাসান, সুমন, মুরাদ ও রাকিব।

প্রসঙ্গত, ‘ভাই-বাডিস্ সোস্যাল অর্গানাইজেশন’ গত কয়েক বছর থেকে শীতবস্ত্র বিতরণসহ সমাজের গরীব-অসহায়দের সহায়তায় বিভিন্ন রকম কর্মকান্ড চালিয়ে আসছে।