সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ রাস্তায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিরাই’র হিমু মিয়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১০ ফেব্রয়ারী মঙ্গলবার গভীর রাতে সে সিলেটের আল-হারামাইন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। সে জেলার দিরাই উপজেলার কুলজ্ঞ ইউনিয়নের নাচনী গ্রামের স্বপন মিয়ার ছোট ছেলে। উল্লেখ্য গত ২ফেব্রয়ারী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে হিমু মিয়া ও তার এক বন্ধু সড়কে র্দূঘটনায় গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান সেখানে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। তার মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া এসেছে।