জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ ৯৪ শতাংশ কার্যকারি


জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের করোনাভাইরাস টিকার ফেজ (পর্যায় ) ৩ এর বুস্টার ডোজ ৯৪ শতাংশ কার্যকারিতা পেয়েছে।

জেএন্ডজে আরো জানিয়েছে সারা পৃথিবীব্যাপী তাদের বুস্টার ডোজ ৭৫ শতাংশ কার্যকরী এবং কোন কোন ক্ষেত্রে শতভাগ কার্যকারী।

কোম্পানিটির এক বার্তায় জানানো হয়, প্রথম ডোজ-এর দুই মাস পরে বুস্টার ডোজ দেওয়া হয়। তখন একক ডোজ-এর পর পর্যবেক্ষণে দেখা যায় মানবদেহে অ্যান্টিবডির মাত্রা চার থেকে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।

ফেজ ৩ পরীক্ষার সময় কর্মকর্তারা তাদের প্রথম টিকার ইনজেকশন পাওয়ার ৫৬ দিন পরে বুস্টার ডোজ পরিচালনা করেন।

জেঅ্যান্ডজে একমাত্র একক ডোজ টিকা যা যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য অনুমোদিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *