ক্রীড়া ডেস্ক :: জীবনের ৩১ বসন্ত পার ৩২তম বছরে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের জন্মদিনটা সাকিব কাটাবেন মাঠে, ব্যাট-বলের লড়াইয়ে।
তবে সেটি বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নয়, আইপিএলে নিজ দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আজ চলতি মৌসুমের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচে সাকিব খেলবেন কি-না তা জানা যাবে ম্যাচ শুরুর সময়েই।
সাকিব খেলুক বা না খেলুক, তার জন্মদিনে জয় উপহার দেয়ার কথাই জানিয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় দলের বাকিদের কাছে জয়ের আবদারই জানিয়েছে হায়দরাবাদ
তারা লিখেছে, ‘সাকিব আল হাসানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিন উদযাপনের জন্য কী অসাধারণ এক দিন এটি। সাকিবের জন্য সবচেয়ে সেরা উপহার কী হবে তা আপনারা জানেন, তাই নয় অরেঞ্জ আর্মি?’
এখনো পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে তিনি করেছেন ৭৩৭ রান, বল হাতে সাকিবের শিকার ৫৭টি উইকেট।