জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ডেট্রয়েটে সহাস্রাধিক মানুষের প্রতিবাদ ও বিক্ষোভ, টিয়ার গ্যাস, ৬১ জন গ্রেফতার


মেনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিশ শহরে পুলিশ কর্তৃক নির্যাতনে জর্জ ফ্লয়েড(৪৬) নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে গতকাল শুক্রবার ২৯ মে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের ডাউন টাউনে সহস্রাধিক মানুষ জড়ো হন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

বেশীরভাগ ক্ষেত্রে সমাবেশটি ছিল শান্তিপূর্ণ ও অহিংস বিক্ষোভ কিন্তু জানা গেছে একজন পুলিশ অফিসার পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হন ও তাকে হাসাপাতেলে পাঠানো হয় এবং বেশ কিছু গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। এজন্য ৬১ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে ডেট্রয়েট পুলিশ প্রধান জেমস ক্রেগ জানিয়েছেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ( রাত ১২টা ) বিক্ষোভ অব্যাহত রয়েছে।জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ রাত ১১: ৪৫মি: টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে।

আগামী ১ জুন থেকে মিশিগানের সেক্রেটারি অব স্টেট অফিসগুলো খুলবে তবে প্রয়োজনীয় কাজের জন্য অবশ্যই অ্যাপয়েন্টম্যান্ট নিতে হবে। নতুন নিয়ামানুযায়ী অফিসে বসে অপেক্ষা করতে হবে না। ১ জুন থেকে মিশিগানের সবকটি অফিসই খুলবে।

এদিকে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ২৯ মে এক সাংবাদিক সন্মেলনে বলেন, আগামী কিছু দিনের মধ্যে রাজ্যের আরো বিভিন্ন প্রতিষ্টান খুলে দেয়া হবে।
মিশিগান স্টেট সুত্রে জানা গেছে মিশিগানে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩৪ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬০৭ জন। এ পর্যন্ত মিশিগানে মোট করোনায় মারা গেচেন ৫ হাজার ৪০৬ জন ও আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৬২১ জন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *