যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত যে সকল পরিবার খাদ্য সহায়তা পান তারা জানুয়ারিতে অতিরিক্ত কমপক্ষে ৯৫ ডলার খাদ্য সহায়তা পাবে।
মিশিগান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস (এমডিএইচএইচএস) এটি ঘোষণা করেছে।
এমডিএইচএইচএস আরো বলছে, অতিরিক্ত মাসিক ফুড স্ট্যাম্প বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) -এর আওতায় প্রায় ৭০০,০০০ পরিবারের ১.২ মিলিয়নেরও বেশি মিশিগানে বসবাসকারীরা এ সহায়তা পাবে। ১৫ থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত ব্রিজ কার্ডে অতিরিক্ত এ সহায়তা দেওয়া হবে।