জাফলংয়ের ঘটনায় গোয়াইনঘাট এসোসিয়েশনের নিন্দা


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান।

মঙ্গলবার (১০ মে) বাংলা সংবাদে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রকৃতিকন্যা সিলেটের অন্যতম পর্যটন অঞ্চল হচ্ছে জাফলং এলাকা। দেশ-বিদেশের মানুষ দলে দলে ছুটে আসেন জাফলং দর্শনে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক এ জাফলং। অর্থনৈতিক উন্নয়নেও এ পর্যটন অঞ্চলের ভূমিকা রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুষ্টুচক্রদের হাত থেকে এ অঞ্চলকে রক্ষা করতে হবে।

সংগঠনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহ বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী সাক্ষরিত বিবৃতিতে জাফলংয়ে পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলা হয়,  এমন ঘটনায় আমরা চরম উদ্বিগ্ন। জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *