সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা ও বোনসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহতের নাম মো. অন্তর চৌধুরী(৬)। সে উপজেলা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের সাফিজুর রহমান চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের পিতা সাফিজুর রহমান চৌধুরী ও তার কন্যা নৌরিন চৌধুরী (৯) গুরুতর আহত হয়েছেন। নিহত অন্তর চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলা সদরের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল থেকে তার বাবা সাফিজুর রহমান চৌধুরী ছেলে ও মেয়েকে নিয়ে স্কুল থেকে হ্যালিপ্যাডে যাওয়ার পথে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অন্তরকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে নিহতের পিতা সাফিজুর রহমানের অবস্থা গুরুতর বলে জানা যায়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।