বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে অনলাইনের মাধ্যমে (ভার্চ্যুয়াল) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) কলেজ ক্যাম্পাস থেকে জুম এ্যাপের মাধ্যমে নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দুপুর ১২টায় শিক্ষিকা ফারিহা লিয়াকত অভির সঞ্চালনায় নবম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন বিন আলিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। তিনি বক্তব্যের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে অবহিত করেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু লেখাপড়া করলে চলবে না, তোমাদেরকে শালীনতা ও নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি ও করণীয় বিভিন্ন দিক নিয়ে অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য উপস্থাপন করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গুলশানা আক্তার, মানপত্র পাঠ করে সিমরান। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ইশরাক সালেহ চৌধুরী এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো: হারুন রহমান। উপাধ্যক্ষ শাহানা আহমেদ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবীনদের বরণ করার পরে অনলাইনে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে একক সংগীত পরিবেশন করে দশম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম তামিম ,নৃত্য পরিবেশন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহরিমা তাবাচ্ছুম নাওমী।
কবিতা আবৃতি করে দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, কৌতুক পরিবেশন করে নবম শ্রেণির শিক্ষার্থী অর্ণব।অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষিকা আতিয়া আনোয়ার।