বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক ও সিলেট জেলা যুবলীগ নেতা এবং সিলেট কুমারগাঁও বন্ধু রেস্টুরেন্টের স্বাতাধীকারী মো: জিল্লুর রহমানে রেস্টুরেন্টের উপর হামলা ও ভাংচুর এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক কমিটির, আহ্বায়ক মো:মফিক মিয়া, সদস্য সচিব প্রীতম কুমার পাল, যুগ্ম আহবায়ক আলী হাসান রুবেল, কবির আহমদ রাজু, সিদ্দিকুর রহমান, ফুকন মিয়া, এস এম অপু, এ জে তারেক, সদস্য রাহিম উদ্দিন, বদরুল আমিন রাজু, শাহ আরশাহদ্দুজামান, সামছুদ্দোহা ছাদী, আব্দুল্লাহ আল-ফাহাদ, রিয়াদ আহমদ রাহিম, রাহাদ আহমদ, সাইফুর রহমান, আব্দুল কাদির তপু, জয়নাল আহমদ, ইবাদ আহমদ, নাঈম আহমদ, তানভীর আহমদ,
রেদুয়ান আহমদ, আনোয়ার আহমদ, রিয়াদ আহমদ, বদর আহমদ, তারেক আহমদ, মিছবাহ উদ্দিন, ওয়াহিদ আহমদ, আবুল হাসান, জাবেদ আহমদ, আক্তার আহমদ, রুহিত আহমদ, জামী আহমদ, ইসলাম উদ্দিন, সোহাগ আহমদ, ইফতি আহমদ, পাপলু আহমদ, রাজু আহমদ, ইসলাম উদ্দিন, ফাহিম আহমদ, মিসবাউদ্দিন আহমদ ও শিমুল আহমদ । রেস্টুরেন্টের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ প্রসাসনের প্রতি আহবান জানানো হয়। উল্ল্যখে গত ১৪ সেপ্টেম্বর রোজ শনিবার রাতে সিলেট কুমারগাঁও বাসটার্মিনাল এলাকায় বন্ধু রেস্টুরেন্টে হামলা চালিয়েছে বাস শ্রমিকরা। এসময় শ্রমিকরা রেস্টুরেন্টের আসবাবপত্র ভাংচুর করে।