জুড়িতে স্কুলের শ্রেণীকক্ষে পানি, তবু চলছে পাঠদান


পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার হাওর তীরবর্তী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে পানির মধ্যেও ক্লাস চলছে পশ্চিম জুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় ও মক্তদির বালিকা উচ্ছ বিদ্যালয়।

সরেজমিন গেলে দেখা যায়, বিদ্যালয়ের আশপাশ যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। এর মধ্যেও শিক্ষার্থীদের আনাগোনা। দেখা যায়, অনেক ক্লাস রুমেও পানি থাকলেও ক্লাসে শিক্ষার্থীদেরও কমতি নেই। অনেকে হাঁটু পানি মাড়িয়েও আসছেন স্কুলে, অনকে আবার নৌকা চড়ে আসছেন।

নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লিজা বেগম জানান, আমরা অনেক দূর-দূরান্ত থেকে ক্লাস করার জন্য স্কুলে আসছি। তিন চারদিন থেকে স্কুলে পানি, পানির মাজে ইস্কুলে আশতে বয়লাগে আমাদের, তারপরও আমরা ক্লাস বন্ধ করিনি।

নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবানন্দ দাস বলেন, তিন চারদিন থেকে স্কুল প্রাঙ্গণে ও ভিতরে বন্যার পানি। কমবেশি শিক্ষার্থীরা ক্লাস করার জন্য স্কুলে আসছে। পানি বাড়ায় অনেক শ্রেণীকক্ষ এখন পানিবন্দি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *