জুড়ীতে জাল কাগজে টেন্ডারে কাজ পাওয়ার অভিযোগ


জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে জাল কাগজে টেন্ডারে অংশ নিয়ে মিথিলা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামাল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ জামাল উদ্দিন অভিযোগ করেন, বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি)-এর আওতায় জুড়ী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার আহবান করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান এতে অংশ নেয়। গত রবিবার লটারীর মাধ্যমে কাজ বন্টন করা হয়। ৭নং গ্রুপে প্রায় ৫লাখ টাকার কাজ পায় মিথিলা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী কাজ বরাদ্ধের পর সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ব্যাংক রিকুজিট এসেট এর সত্যতা যাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে পাঠায় এলজিইডি। মিথিলা এন্টারপ্রাইজ প্রদত্ত ১৯ লক্ষাধিক টাকার কাগজ সংশ্লিষ্ট এনসিসি ব্যাংক, জুড়ী শাখায় পাঠালে ব্যাংক কর্তৃপক্ষ সেটি জাল বলে প্রত্যয়ন করে।

তিনি মিথিলা এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের দাবি জানান।

এবিষয়ে মিথিলা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শরদেন্দু দাস শেকু বলেন, কাগজ সঠিক, তবে ডেট অভার ছিল।

এনসিসি ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক এম. ডি জিয়াউর রহমান বলেন, মিথিলা এন্টারপ্রাইজের কাগজটি সঠিক ছিল না।

জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সংশ্লিষ্ট ব্যাংক কাগজটি জাল বলে প্রত্যয়ন করায় মিথিলা এন্টারপ্রাইজের কাজ বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।