জুড়ীতে প্রথম আলো প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা


কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ২০ এপ্রিল শনিবার রাত ১০ টায় জুড়ী উপজেলা শহরের কন্টিনালা সেতুর ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

কল্যাণ প্রসূণ চম্পু জানান, শনিবার রাতে বাসা থেকে মোটর সাইকেল যোগে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি বুঝতে পারেন কন্টিনালা সেঁতুর ওপর ৪ যুবক তাঁকে ফলো করছে । বিষয়টি তিনি জানার জন্য সাইকেল ঘুরিয়ে ওই যুবকদের কাছে যান এবং তাদের পরিচয় জিজ্ঞেস করতেই আগে থেকে লাঠিসোটা নিয়ে প্রস্তুত দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয় এবং শরীরের পিঠে ও পায়ে মারাত্মক ভাবে জখম করে। পরে তিনি সেতুর পাশে একটি দোকানে আশ্রয় নেন। হামলাকারী দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি ঘটনার সাথে জড়িত ৪ যুবককে চিনতে পারেন নি।

খবর পেয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার কল্যাণ প্রসূন চম্পুকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার রবিবার দুপুরে কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। হামলার সাথে জড়িতদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।