সুনামগঞ্জের জগ্ননাথপুর উপজেলার মেয়ে যুক্তরাজ্যের লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটস এর দ্বিতীয় বারের নির্বাচিত কাউন্সিলর “জেনিথ রহমান” লন্ডন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ।
গত ৩০শে সেপ্টেম্বর বুধবার টাউন হলে অনুস্টিত কাউন্সিলের ফুল কাউন্সিল মিটিং ও বার্ষিক সাধারন সভায় তিনি ডেপুটি স্পীকার নির্বাচিত হন। তিনি লেবার পার্টির সঙ্গে সংযুক্ত । জেনিথ রহমান এর জন্ম সিলেট শহরের চৌকিদেখীতে তাহার পিত্রালয়ে।
তাহার গ্রামের বাড়ী জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের মরহুম আবুল বাশার আনসারী এবং মরহুমা খায়রুন্নেছা চৌধুরী এর প্রথম সন্তান । তাহার বাবা যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং তাহার মা সিলেট শহরের একটি গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন ।