গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা ফারুক আহমদ মিশিগান সফরে এলে মিশিগানে বসবাসরত জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ উদদীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উনার শারীরিক সুস্থতার খোঁজ-খবর নেন। তার নিজ উপজেলাসহ বৃহত্তর জৈন্তার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে তার বিভিন্ন পদক্ষেপের কথা জানান। পাশাপাশি বৃহত্তর জৈন্তায় গ্যাস সরবরাহের দাবির কথা উল্লেখ করলে চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, আমি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
পরে আলহাজ্ব সিরাজ উদ্দীন তার এই উদ্যোগের প্রশংসা করেন। এবং তিনি তাকে বৃহত্তর জৈন্তাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান। শেষাংশে চেয়ারম্যান ফারুক আহমদ প্রবাসে বসবাসরত বৃহত্তর জৈন্তাবাসীসহ এখানকার স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ তার নিজ এলাকার মানুষের অতিথিয়েতায় তিনি মুগ্ধ হন বলেও জানান । তিনি সেখানে পৌঁছলে শুরুতেই বৃহত্তর জৈন্তাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ভয়েস অব মিশিগানের পরিচালক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রহমান, জৈন্তাপুর নিবাসী শামীম আহমদ ও বিদ্যুৎ পাল।
উল্লেখ করা আবশ্যক যে তিনি সেখানে সফরকালে মিশিগান প্রতিদিন ইউএসএ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মিশিগান স্টেইট আওয়ামীলীগ, বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ও রাতে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন। এসময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামিলীগ নেত্রী রওশন আরা বেগম।
তিনি সোমবার নিউইয়র্কের পথে রওয়ানা হবেন বলে জানিয়েছেন।