জো বাইডেন ও কমলা হ্যারিসের সাথে সভা করেছেন মিশিগানের শ্রমিক ইউনিয়নের নেতা ও জেনারেল মোটরসের সিইও


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মোটর কোম্পানী জেনারেল মোটরস এর সিইও মেরি বেরা ও ইউনাইটেড অটো ওয়ার্কার্স (শ্রমিক ইউনিয়ন) এর প্রেসিডেন্ট ররি গ্যাম্বল গত ১৬ নভেম্বর সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে ভার্চুয়াল এক সভা করেছেন।

সভায় দেশের অর্থনীতি ও ব্যাপকহারে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধের ব্যাপারে আলাপ হয়।  ইউনিয়ন প্রেসিডেন্ট গ্যাম্বল এক বিবৃতিতে জানান, আমরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কাছে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ভিত্তিতে একটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার কথা বলেছি, করোনাকালীন সময়ে যারা কর্মক্ষেত্রে ফ্রন্ট লাইনে কাজ করছেন তাদের সুরক্ষায় সহায়তা, পিপিই, ভ্যাকসিন সরবরাহের  কথা বলেছি।

জেনারেল মোটর কোম্পানী এক বিবৃতিতে বলেছে, জো বাইডেন ও কমলা হ্যারিসের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ গ্রহন করে তারা সন্তোষ্ট ও খুশী।  গাড়ী প্রস্তুতকারীরা বলেছেন, জেনারেল মোটরস এর সিইও মেরি বেরা করোনা মহামারী চলাকালিন সময়ে খুব সুন্দর, নিরাপদে ও সফলভাবে কারখানাগুলিতে শ্রমশক্তি পরিচালনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *