টাইম ম্যাগাজিন মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারকে ২০২০ সালের পার্সন অব দ্যা ইয়ার হিসাবে মনোনীত করার জন্য অন্তর্ভূক্ত করেছে


টাইম ম্যাগাজিন মিশিগানের ডেমোক্রেটিক দলের গভর্নর গ্রিচেন হুইটমারকে ২০২০ সালের পার্সন অব দ্যা ইয়ার হিসাবে মনোনীত করার জন্য অন্তর্ভূক্ত করছে।

করোনাভাইরাস প্রতিরোধে নজিরবিহীন পদক্ষেপ, প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকায় অন্তর্ভূক্ত হওয়াসহ বিভিন্ন কারণে হুইটমার এ বছর জাতীয় মনোযোগ আকর্ষণ করেছেন।

এছাড়া গত অক্টোবর মাসে হুইটমারকে অপহরণ ও হত্যার একটি চক্রান্ত এফবিআই বানচাল করে যা আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছিলো।

২০২০ সালে সবচেয়ে বেশী প্রভাব ফেলেছেন এমন ব্যক্তি বা গোষ্ঠীকে এ সন্মান দেয়া হবে সেটা ভাল বা মন্দ যা হউক না কেন, সেটাই টাইম কর্তুপক্ষের নিয়ম বা রীতি।

পার্সন অব দ্যা ইয়ারের জন্য যাদের নাম মনোনয়নের জন্য অন্তর্ভূক্ত হয়েছে তারা হচ্ছেন ড. অ্যান্টনি ফাউসি, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, লেট নাইট শো হোষ্ট ট্রেভর নোহ, সিনেটের সংখ্যা গরিষ্ট নেতা মিচ ম্যাককনেল, টেনিস তারকা নওমী ওসাকা, পোপ ফ্রান্সিসসহ আরো কয়েকজন। 

টাইম কর্তৃপক্ষ এখন জনসাধারণের মতামত নিচ্ছে, পাঠকরা এতে ভোট দিতে পারবেন।  শেষে সম্পাদনা পর্ষদ সিদ্ধান্ত নিবেন।

 জানুয়ারী মাসে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্যা ইয়ার নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করবে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *