টানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বইয়ে নেপালি কিশোরী


ডেস্ক রিপোর্ট :: একটানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লংগেস্ট ড্যান্সিং ম্যারাথন বাই অ্যান ইনডিভিজুয়াল’ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডের কৃতিত্ব গড়েছেন নেপালি এক কিশোরী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দনা নেপাল ২০১৮ সালের ২৩ থেকে ২৮ নভেম্বর রাজধানী কাঠমান্ডুতে ১২৬ ঘণ্টা নেচে ব্যক্তিগত ম্যারাথন নাচের নতুন রেকর্ডটি গড়েন।

মূলত নেপালি সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরতে এই চ্যালেঞ্জ নিলেও শৈশব থেকে নাচের সঙ্গে জড়িত বন্দনার ব্যক্তিগত চ্যালেঞ্জও ছিল এটি, বলেছে গিনেস রেকর্ডস।

শনিবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, এ কৃতিত্বের জন্য ১৮ বছর বয়সী বন্দনাকে সম্মাননা জানান বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গিনেস রেকর্ডস শুক্রবার দাপ্তরিকভাবে তার এ কৃতিত্বের কথা তাকে জানিয়েছে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বন্দনা। তিনি নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ধানকুটার বাসিন্দা।

বন্দনার আগে এ রেকর্ডটি একজন ভারতীয়র দখলে ছিল। ২০১১ সালে ভারতের কালামানদালাম হেমলথা টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে আগের রেকর্ডটি করেছিলেন, যা ছাড়িয়ে গেছেন নেপালের বন্দনা।

বিশ্ব রেকর্ডের জন্য দীর্ঘ সময় ধরে টানা নেচে চলা এ প্রতিযোগীরা খাওয়া ও অন্যান্য কাজের জন্য প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট করে বিরতি পেয়ে থাকেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *