ডেস্ক রিপোর্ট :: মুরগির মাংস খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেকেরতো পাতে মুরগির মাংস না থাকলে পেট ভরে খেতেই পারেন না।
তবে প্রতিদিনই চিকেন বা মুরগির মাংস খেতে হবে এমন মানুষও আবার বেশি নেই।
কিন্তু অবাক করা তথ্য যে, এমন একজনকে খুঁজে পাওয়া গেল যিনি এক সপ্তাহ, দুই সপ্তাহ বা এক মাস নয় টানা ৪৫০ দিন ধরে শুধু মুরগির মাংস খেয়েই চলেছেন।
তাও আবার অন্য কিছুই নয়। খাদ্য তালিকায় ছিল শুধুই চিকেন।
অথচ মুরগির মাংস পাগল এই ব্যক্তির একদিনও এর থেকে মন ওঠেনি।
গণমাধ্যম জানিয়েছে, কুয়ে পেং নামের এই ব্যক্তি ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে চিকেন খেয়েই চলেছেন।
তাহলে এখনবধি কতগুলো মুরগি হজম করেছেন কুয়ে পেং?
তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, এখনও অবধি প্রায় ১ লাখ ৩৭ হাজার মুরগি খেয়েছেন তিনি।
আর এসব চিকেন পেটস্থ করতে তার সব মিলিয়ে খরচ হয়েছে ২ হাজার মার্কিন ডলার। প্রতিদিনই মুরগির মাংস রান্না করে ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন তিনি।
প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাসের বর্ষপূর্তি পালনও করেছেন এই ব্যক্তি। দিবসটিকে চিকেন বার্থডে নামকরণ করে একটি ছবি পোস্ট করেন তিনি।
ইন্সটাগ্রামে তার ১১ হাজারের বেশি ফলোয়ারের লাইকে মেতে ওঠে ছবিটি।