বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করে বলেছে যে করোনাভাইরাস (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রন বিশেষ করে টিকা না নেওয়াদের ক্ষেত্রে বেশি বিপজ্জনক।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিওএইচও-এর প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেন, “যদিও অতি সংক্রামক ওমিক্রন ডেল্টার চেয়ে কম গুরুতর, তবে এটি বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি তাদের জন্য একটি বিপজ্জনক ভাইরাস। বর্তমানে এটি পৃথিবীব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে।”
তিনি ভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার উপর তাগিদ দেন।
আরো পড়ুন:
ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর
ওমিক্রনের বিরুদ্ধে টিকা এখনও কার্যকর: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী
ওমিক্রনকে ‘মৃদু’ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা