ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের সাইট থেকে করোনাভাইরাস টিকা নিয়ে ভুল তথ্যের ভিডিও সরিয়ে নিচ্ছে। গত বুধবার এক ব্লগ পোস্টে তারা এ কথা জানিয়েছে।
যেসব ভিডিওতে বিশ্বব্যাপী অনুমোদিত করোনাভাইরাস টিকা সম্পর্কে মিথ্যা তথ্য যেমন টিকা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে, রোগের সংক্রমণ কমায় না অথবা টিকা তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য রয়েছে, সেসব ভিডিও ইউটিউব সরিয়ে নিচ্ছে ।
ইউটিউব বলেছে, তারা কিছু কিছু ভিডিও পর্যবেক্ষণ করে দেখেছে যেখানে টিকা সম্পর্কে অবৈজ্ঞানিক তথ্য রয়েছে ‘যেমন করোনা ভাইরাস টিকা অটিজম, ক্যান্সার বা বন্ধ্যাত্বের কারণ।’
ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি আরো বলছে যে, এই সকল ভুল তথ্যের ভিডিও করোনাভাইরাস টিকা সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা সামগ্রিক টিকা কার্যক্রমকে ব্যাহত করছে। এজন্য তারা এসব ভিডিও সরিয়ে নিচ্ছে।