যুক্তরাষ্ট্রে টেক্সাসের অদূরে এক প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত একজন শিক্ষক এবং ২০ জন শিশু-শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং ১৮ বছর বয়সী বন্দুকধারীও নিহত হয়েছেন।
টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট গণমাধ্যমকে বলেন স্যান অ্যান্টনিও থেকে প্রায় ৮৫ মাইল পশ্চিমে উভালডেতে একজন স্থানীয় বন্দুকধারী লোক রব এলিমেন্টারি স্কুলে গুলি চালাতে শুরু করে। সম্ভবত পুলিশ পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে কিন্তু এখনও ঘটনার তদন্ত চলছে।
উভালডে কনসোলিডেটেড ইন্ডেপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের পুলিশ প্রধান পেইট আরেডন্ডো এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে এবং নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।