ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী সৌরভ মাতুব্বর (১৭) নিহত হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ ভাঙ্গা পৌরসদরের ছিলাধরচর গ্রামের জামাল মাতুব্বরের সন্তান এবং এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ তার বন্ধু রাকিব হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে টেকেরহাটের দিকে যাচ্ছিল। কৈডুবী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সৌরভ মারা যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাকিব হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে রাকিবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।