ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন আহমেদ শাহীন


বাংলাদেশে অন্যতম একজন সফল ডিজিটাল উদ্যোক্তা হলেন আহমেদ শাহীন, ইংরেজিতে -(Ahmed Shaheen) আহমেদ শাহীন নাম শুনলেই তরুণদের চোখে যার ছবি ভেসে উঠে তিনি হলেন ‘ক্লাউড সার্ভিস বিডি’ এর প্রতিষ্ঠাতা।

শাহীন দীর্ঘদিন ধরেই ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন হাজারাে তরুণদের । আহমেদ শাহীন এর ‘ক্লাউড সার্ভিস বিডি’ এজেন্সি খুব ভালােভাবে সব সমস্যার সমাধান করে যাচ্ছে।

তরুণ এই উদ্যোক্তা আহমেদ শাহীন নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছেন ‘ক্লাউড সার্ভিস বিডি’। তার নেতৃত্বে কাজ করছেন অনেক তরুণ। যার ফলে তরুণের কর্মসংস্থানের সুযােগ হয়েছে অনেক। তারা এখন কাজ করে আয় করছে প্রতিনিয়ত।

শাহীনের প্রতিষ্ঠানটি যেমন শতাধিক তরুণের কর্মসংস্থানের সৃষ্টি করেছে তেমনি প্রতিনিয়ত খুব সহজে গ্রাহকরা পাচ্ছেন তাদের নিদিষ্ট সেবা। আইটি সেক্টরের সাথে শাহীনের ভালােবাসা শৈশব থেকেই। তাইতাে হাঁটছেন নিজের পছন্দের জায়গায়।

শাহীন শতাধিক তরুণদের কাজ শিখিয়ে তাদের কর্মস্থলে পৌঁছে দিয়েছেন ইতিমধ্যেই। তিনি আরও শতাধিক তরুণদের কর্মসংস্থান তৈরি করতে কাজ করছেন। এখন তার লক্ষ্য বেকার তরুণদের জন্য কর্মস্থল তৈরি করা। তিনি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য ও কাজ করছেন দীর্ঘদিন যাবত, তার কাজের মাধ্যমে যেমন বাংলাদেশের বেকারত্ব কমবে পাশাপাশি দেশের অর্থনৈতিতে ও ভূমিকা পালন করবে তরুণরা।

গ্রাহকদের ৩ বছরেরও বেশি সময় ধরে আইটি সেবা দিয়ে আসছে তার প্রতিষ্ঠানটি। ওয়েবসাইট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মাকেটিং, অ্যাপ্লিকেশন সহ এই প্রতিষ্ঠান কাজ করছে মার্কেটিংয়ের নানান বিষয় নিয়ে।

আহমেদ শাহীনের ভাষায়, শুরুটা কঠিন বলেই বারবার ধাক্কা খেয়ে শিখেছি। কিন্তু কিছুতেই হাল ছাড়িনি। এসএসসি পরীক্ষা শেষে বন্ধুরা যখন ব্যস্ত নানান কাজে, তখন শাহীন রাতদিন এক করে কম্পিউটার, সহ ভার্চুয়াল দুনিয়াকে জানাতে ব্যস্ত। প্রশিক্ষণ গ্রহণ করেন নানান বিষয়ে। এক পর্যায়ে আবিষ্কার করেন এটাই তার আসল জায়গা। তাইতাে বর্তমানে নিজেকে আরো এগিয়ে নিতে বর্তমানে উচ্চতর পড়াশােনা করছেন ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ(বিবিএস) নিয়ে। শাহীনের মতে দিনদিন প্রযুক্তি নির্ভরশীল ব্যবসা প্রয়ােজন বাড়ছে। মানুষ প্রযুক্তির দিকেই বেশি ঝুকছে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে মানুষ তার ব্যবসা এগিয়ে নিতে পারে। তাই প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম দেশের শিল্প বাণিজ্য, প্রযুক্তি শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তির কোনাে বিকল্প নেই।

আগামীর পরিকল্পনা জানিয়ে বলেন, ছাড়িয়ে যেতে চান অতীতের সকল রেকর্ডকে। গড়ে তুলতে চান একটি আইটি ইনস্টিটিউট। যেখানে একদম স্বল্প খরচেই দেখা মিলবে উচ্চমানের প্রশিক্ষণ। লক্ষ্য একটাই পড়াশােনার পাশাপাশি তরুণরা যেন আয় করতে পারে ডিজিটাল প্লাটফর্ম, স্বপ্নটা এমনই। আহমেদ শাহীন তার কাজ দিয়ে ইতিমধ্যেই তরুণদের আইডল হয়ে গিয়েছেন। তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে কাজ করছেন আইটি সেক্টরে । শিখছেন কাজ। তারাও শাহীনের মতাে বাংলাদেশের অর্থনীতিতে রাখতে চান ভূমিকা।