‘ডিবি’ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে রক্ষা


চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকায় ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই চেষ্টাকালে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে বিআইডব্লিউটিএ ভবনের পেছনে সাম্পান ঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া ডিবি পুলিশের নাম বোরহান উদ্দিন রব্বানী ওরফে ইমন (২২)। সে কক্সবাজার সদর উপজেলার উত্তর গুমাতলি গ্রামের মনির আহম্মেদের ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, মো. মঞ্জুর (১৮) নামে এক বাবুর্চি রাতে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিএ ভবনের পেছনে সাম্পান ঘাটে পৌঁছলে প্রতারক বোরহান উদ্দিন রব্বানী নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সে জোর করে মঞ্জুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় আশপাশে থাকা লোকদের কেউ একজন বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানায়। খবর পেয়ে ওই এলাকায় ডিউটিরত এএসআই মো. সাদেক হোসেন তাকে আটক করেন।