বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার স্বপ্ন অনেকেরই। সেই স্বপ্ন পূরণের বড় একটি পথ ডিভি লটারি ( ডাইভার্সিটি ভিসা)। কিন্তু স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের ২০২২ সালের অনুষ্ঠিতব্য ডিবি লটারিতে বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন না। ডিভি লটারি কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
অথচ বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে একটা চক্র। এমনকি যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের অনেক বাংলাদেশী মার্কিন নাগরিকের ফেসবুক ওয়ালে ” ঘরে বসে ডিভি লটারির আবেদন করুন” এই জাতীয় ভুয়া সংবাদ ভাসছে।
ফেসবুকে প্রচারণা দেখে বাংলাদেশ থেকে অনেকেই জানতে চেয়েছেন ডিভি লটারিতে এপ্লাই করতে পারবেন কিনা? কেউ কেউ এ প্রতিবেদকের মেসেনজারে ও মুঠোফোনে কল করে এর সত্যতা জানতে চান।
ডিভির ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, বাংলাদেশী নাগরিকরা ডিভি লটারির জন্য আবেদন করতে পারবেন না। ডিভি লটারিতে অংশগ্রহণের দুয়ার দুই বছর পূর্বেই বন্ধ হয়েছে বাংলাদেশসহ ২১ টি দেশের। এসব দেশ থেকে আমেরিকায় উচ্চহারে অভিবাসন হওয়ায় ওই দেশগুলোর নাগরিকরা লটারির সুযোগ থেকে এবারও বাদ পড়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকায় যেসব দেশের অভিবাসির সংখ্যা অপেক্ষাকৃত কম, ডিভি লটারির ক্ষেত্রে সেইসব দেশকে গুরুত্ব দিচ্ছে আমেরিকা অভিবাসন কর্তৃপক্ষ।
বাংলাদেশ ছাড়াও ডিভি’র সুযোগ হারানোর তালিকায় রয়েছে,ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ব্যতিত), কানাডা, চীন (মুল ভূখণ্ড), দক্ষিণ কোরিয়া,নাইজেরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল সহ ২১টি দেশ।
ভুয়া সংবাদের লিংক ফেসবুকে শেয়ার করার ব্যাপারে মিশিগানের অনেকের কাছে জানতে চাইলে, নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, অনেকটা না জেনেই ফেসবুকে শেয়ার করেছেন। যখন জেনেছেন ডিভি লটারির তালিকায় বাংলাদেশ নেই। লিংকটির খবর ভুয়া তখন সঙ্গে সঙ্গেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন।
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী মার্কিন নাগরিক সারোয়ার কয়েছ জানান, তার দেশের বাড়ি হবিগঞ্জের অনেক পরিচিত ব্যক্তির ফেসবুক ওয়ালে উড়তে দেখেছেন ডিভি লটারির মিথ্যা প্রচারণা। তিনি পরে হবিগঞ্জের বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে সতর্কতা ও সচেতনমূলক পোস্ট দেন। ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম নেই। বাংলাদেশী নাগরিক ডিভি লটারিতে এপ্লাই করতে পারবেন না। ফেসবুক স্ট্যাটার্সে সচেতনতামূলক একই তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক মিশিগানের বাসিন্দা মোস্তফা কামাল।