ডেট্রয়েটে আজ থেকে ১৫  মিনিটে কোভিড-১৯ টেস্ট 


রেপিড টেস্টিং কিট ব্যবহার করে ডেট্রয়েটে আজ থেকে অতি স্বল্প সময়ে অর্থাৎ  ১৫ মিনিটে কোভিড-১৯ টেস্ট শুরু হয়েছে।    

ডেট্রয়েট হ’ল দেশের প্রথম শহর, যা ইলিনয়ের লেক কাউন্টিতে অবস্থিত বিশ্বনন্দিত স্বাস্থ্যসেবা সংস্থা অ্যাবট থেকে কিট ব্যবহার শুরু করেছে, মেয়র মাইক ডুগান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। 

তিনি বলেন, পুলিশ অফিসার, ফায়ার ফাইটার, ইএমটি এবং আমাদের বাস চালকদের পরীক্ষা করার জন্য ১৫ মিনিটের কোভিড-১৯ পরীক্ষার জন্য ডেট্রয়েট প্রথম কোন শহর হিসেবে কার্যক্রম শুরু  করেছে।    

২৯ শে মার্চ তারিখের ক্রয়ের আদেশ অনুযায়ী শহরটি অ্যাবট টেস্টিং কিট, যন্ত্রাদি, নিয়ন্ত্রণের স্বাব এবং বার কোড রিডার ক্রয়ের জন্য জন্য ৩৭৭,০৪৯  ডলার ব্যয় করেছে। ক্রয়ের আদেশে সরঞ্জামের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি, তবে দুগ্গানের একজন মুখপাত্র বলেছেন যে শহরটি ৫,০০০ টি কিট কিনেছে।  

দ্রুত পরীক্ষার কিটগুলি কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে রাখার জন্য ডেট্রয়েটের বিশাল পরীক্ষামূলক প্রচেষ্টার অংশ। মেট্রো ডেট্রয়েট অঞ্চলটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ  অঞ্চলগুলির মধ্যে একটি। বৃহস্পতিবার পর্যন্ত ডেট্রয়েট শহরে ২৮৬০ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ৯৭ জন।বুধবার পর্যন্ত কয়েকশ পুলিশ আইসোলেশন এ রাখা হয়েছে এবং বিভাগের ৯১ জন সদস্য ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *