ডেট্রয়েটে রাত অবধি কারফিউ রবিবার পর্যন্ত জারি থাকবে, তবে পুলিশ প্রধান জেমস ক্রেগ এটিকে কার্যকর করার সিদ্ধান্ত নেবেন।সূত্রঃ ডেট্রয়েট ফ্রী প্রেস
গত রবিবার মেয়র মাইক ডুগান কৃষ্ণাঙ্গ হত্যার জেরে ডেট্রয়েটে বিক্ষোভ-সহিংসতা ধারণ করলে রাজ্যে জরুরি অবস্থা জারি করে রাত ৮ থেকে সকাল ৫ টা পর্যন্ত অর্থাৎ রাত অবধি কারফিউর ঘোষণা দেন। পরবর্তীতে কারফিউ লংঘন করে বিনা পুলিশি বাধায় বিক্ষোভকারীরা পদযাত্রা শুরু করে।তবে বর্তমানে প্রশাসনের কাছে তাদের প্রধান দাবি চলমান কারফিউ প্রত্যাহার করে নেওয়া।
বিক্ষোভকারীরা আরেকটি পদযাত্রা শুরুর আগে বুধবার বিকেলে আবারো ডেট্রয়েট পাবলিক সেফটি হেডকোয়ার্টারে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে পুলিশের কৌশলের নাটকীয় পরিবর্তনের কারণে ডেট্রয়েটের প্রথমবারের মতো বুধবারের বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।