বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আবহাওয়া প্রতিকূলে থাকলেও যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের বাসিন্দারা আনন্দদায়ক এবং উৎসবমুখর প্যারেডের মাধ্যমে বার্ষিক “থ্যাঙ্কসগিভিং ডে” (কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস) উদযাপন করেছে।
ধূসর মেঘে ঢেকে যাওয়া আকাশ থেকে মেট্রো ডেট্রয়েট শহরের রাস্তায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হলেও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনটি পালিত হয়।
এ সময় শহর জুড়ে রঙ্গিন বেলুন, নকশাকার প্লাকার্ড, ব্যান্ড, ঐতিহ্যবাহী নাচ এবং সান্তা ক্লজ নিয়ে আয়োজিত প্যারেড দেখতে বাসিন্দারা জড়ো হয়।
উল্লেখ্য, “থ্যাঙ্কসগিভিং ডে” উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে প্রত্যেকটি পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ এবং উৎসব বিরাজ করে। তবে, ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর কারণে সীমিত পরিসরে এটি আয়োজন করা হয়েছিল।