শুক্রবার রাতে ডেট্রয়েটে শত শত মানুষ মানুষ প্লাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করে। এ সময় গুলিতে এক ব্যক্তি নিহত হন তবে পুলিশ দাবি করছে তারা এ ঘটনার সাথে জড়িত নন। সপ্তাহের শুরুতে মিনিয়াপলিসে পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েডকে বিনা বিচারে হত্যার পরে দেশব্যাপী মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। এর অংশ হিসেবে ডেট্রয়েট ডাউনটাউনে পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।
গুলিতে মৃত্যুর ঘটনায় পুলিশ দাবি করছে তারা জড়িত নন। একটি ধূসর রংয়ের ডজ ডুরঙ্গোতে ঘাতক বিক্ষোভকারীদের কাছে এসে সরাসরি গুলি চালায়। এতে ১৯ বছর বয়সি এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
৭ অ্যাকশন নিউজ থেকে জানা যায়, পুলিশ বিক্ষোভ কারীদের পিছু হটাতে তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ শুরু করে। মধ্যরাতের ঠিক পরে, পুলিশ লোকজনকে বেআইনী সমাবেশ করার জন্য গ্রেফতার শুরু করে। ভিডিওতে বিভিন্ন ব্যক্তিকে গ্রেফতারের চিত্র দেখা যায়। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য মতে ৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।