ছবি: ডেট্রয়েট নিউজ
গত শুক্রবার ১০ জুলাই পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদকারীরা ১১ জুলাই ডেট্রয়েটে শহরের পশ্চিম দিকে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।
শহরের ম্যাকনিকলস ও সান জুয়ান চৌরাস্তাতে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেছিলেন যেখানে ডেট্রয়েট পুলিশ অফিসাররা অপর একজনকে গ্রেফতার করার সময় গত ১০ জুলাই ১৯ বছর বয়েসী হাকিম লিটলটন নামে একজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছিল। মিছিল শেষে মৃতের ভাই রাশাদ লিটলটন বক্তব্য রাখেন, তিনি ডেট্রয়েট পুলিশ প্রধান জেমস ক্রেগ ও মেয়র মাইক দুগানের সাথে বৈঠক করার দাবী জানান।
তিনি আরো বলেন, আমি তাদেরে জানাতে চাই আমার ভাই একজন ভাল মানুষ ছিলেন। শান্তিপূর্ণ এ মিছিলে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। শুক্রবারের এ ঘটনার পর ডেট্রয়েট পুলিশ প্রধান জেমস ক্রেগ ১০ জুলাই এক সাংবাদিক সন্মেলনে বলেন, ফুটেজ থেকে দেখা গেছে, লিটলটন আগে পুলিশকে গুলি ছোড়েছিলেন এবং পরে পুলিশ গুলি ছোড়ে।
তিনি আরো বলেন, ১০ জুলাইয়ের বিক্ষোভের সময় তিন শতাধিক লোক জড় হন এবং জনতার বেশ কয়েকজন সদস্য পুলিশ অফিসারদের প্রতি বোতল, ইট নিক্ষেপ করেন। দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।